শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে মকরমপুর মহাশ্মশানে পূর্ণস্নান উপলক্ষে প্রতি বছরের ন্যায় হিন্দু ধর্মাবলম্বীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এদিকে একে ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে স্থানীয় প্রশাসন।
সোমবার সকাল থেকে গঙ্গাস্নান উৎসবে জেলার গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলাসহ নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ধর্মপ্রাণ শিশু, নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ উপলক্ষে দিনব্যাপী মেলায় প্রসাধনী, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ, মিষ্টি ও খাবার দোকান, পূজা এবং পালাক্রমে কীর্তনের আয়োজন করা হয়। স্নান শেষে অধিকাংশ পুণ্যার্থী দই-চিঁড়া ভোজ খেয়ে গঙ্গার জল সাথে নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যান। একে ঘিরে কীর্তন, গীতাপাঠ ও ধর্ম সভা অনুষ্ঠিত হয়ে থাকে। পাশে শ্মশান থাকায় অনেকে হারানো আপনজনদের জন্য প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *