চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌরসভার মাষ্টার পাড়ার সুফিয়ান বিদ্যা নিকেতন এন্ড প্রাইভেট হোমের মাইনুল ইসলাম এর ১তলা বিশিষ্ট বিল্ডিং ঘরে অভিযান পরিচালনা করে বিসিফ এর অফিস রুম হতে বিসিফ সংস্থায় মানুষের জমাকৃত কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা এবং ম্যানেজার সহ ০৬ সদস্যকে গ্রেফতার করে র‍্যাব-৫।

গ্রেফতার কৃত আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার খলশি গ্রামের হাজী মোঃ জাকারিয়া ছেলে মোঃ ইব্রাহিম (৩৭) (ম্যানেজার ও মূলহোতা),গাছপুকুর গ্রামের মোঃ আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ আতিকুর রহমান (২৫) (ক্যাশিয়ার),মুরাদপুর গ্রামের মোঃ ইসরাইল হোসেনের ছেলে মোঃ ফরহাদ হোসেন (৩১) (মাঠকর্মী),মাধবপুর গ্রামের মোঃ আব্দুল হানিফের ছেলে মোঃ শাহ আলম (২৪)(মাঠকর্মী),খেসবা গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ রেজাউল করিম (২৪) (মাঠকর্মী) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ রায়হান উদ্দিন (৩০),(শাখাব্যবস্থাপক)।

র‍্যাব-৫এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‍্যাব-৫ এর একটি অপারেশন দল ২৪ জানুয়ারি ২০২৩ ইং তারিখ রাত ৯টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌরসভার ৭নং ওয়ার্ডের মাষ্টার পাড়ার সুফিয়ান বিদ্যা নিকেতন এন্ড প্রাইভেট হোমের মাইনুল ইসলাম এর ১তলা বিশিষ্ট বিল্ডিং ঘরে অভিযান পরিচালনা করে বিসিফ এর অফিস রুম হতে বিসিফ সংস্থায় মানুষের জমাকৃত কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা সহ আসামী মোঃ ইব্রাহিম (৩৭) (ম্যানেজার ও মূলহোতা), পিতা-হাজী মোঃ জাকারিয়া, সাং-খলশি, থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ,মোঃ রায়হান উদ্দিন (৩০), (শাখা ব্যবস্থাপক) পিতা-মৃত খলিলুর রহমান, সাং-জাহানাবাদ, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী মোঃ আতিকুর রহমান (২৫) (ক্যাশিয়ার), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস, সাং-গাছপুকুর, ৪। মোঃ ফরহাদ হোসেন (৩১) (মাঠ কর্মী), পিতা-মোঃ ইসরাইল হোসেন, সাং-মুরাদপুর, ৫। মোঃ শাহ আলম (২৪) (মাঠকর্মী), পিতা-মোঃ আব্দুল হানিফ, সাং-মাধবপুর, ৬। মোঃ রেজাউল করিম (২৪) (মাঠকর্মী) পিতা-মোঃ মতিউর রহমান, সাং-খেসবা সর্ব থানা নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে ৫০০ পিচ ভূয়া পাশ বই, ১০ টি ভূয়া সীল,১৪টি চেক/লোন রেজিষ্টা, ২০০ টি ব্লাংক চেক, ০৪টি আইডি কার্ড, ০৭টিমোবাইল ফোন এবং১০ টি সীমকার্ড সহ গ্রেফতার করে।

অসংখ্য ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে র‍্যাব চাঁপাইনবাগঞ্জের চৌকষ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে উক্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের এক পর্যায়ে ২৪ জানুয়ারি ২০২২ তারিখ বর্ণিত এলাকা হতে বিসিফ এর মূলহোতা ও ম্যানেজারসহ প্রতারক চক্রের ০৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *