এম,দিদারুল আলম রাউজান প্রতিনিধি

গত ১৭ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় রোটারি ইন্টারন্যাশনাল এর জেলা ৩২৮২ – বাংলাদেশের ঐতিহ্যবাহী ‘রোটারেক্ট ক্লাব অব চিটাগাং ডাউনটাউন’র উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠান রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ৪নং ওয়াডস্থ উত্তর হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘটনের সভাপতি মোহাম্মদ ইদ্রিছ’র এর সভাপতিত্বে এক নিয়মিত সভা ও কমিউনিটি সার্ভিস প্রজেক্টের অধীনে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য জামশেদুল আলমের সঞ্চালনায় উক্ত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর সভায়
উপস্থিত ছিলেন রোটারিয়ান মোহাম্মদ রাকিব উদ্দীন, ক্লাবের সাবেক সভাপতি ও ট্রেজারার মোহাম্মদ মহসিন, ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ নুরুদ্দীন, ক্লাব সার্ভিস ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরফান উদ্দীন, সদস্য মোহাম্মদ জমির হোসাইন সানী, মোহাম্মদ এমদাদুল হক শিপু।
বক্তব্য রাখেন সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মাওলানা দিদারুল আলম, উক্ত বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ওবায়দুল্লাহ, সাবেক ইউনিয়ন পরিষদ মেম্বার খায়রুল বশর চৌধুরীসহ উপস্থিত অতিথিবৃন্দ। এতে উপস্থিত বক্তারা বলেন বর্তমানে আপনার রক্তের গ্রুপ জানা থাকলে হঠাৎ একজন মৃত্যুমুখী মানুষকে রক্তদিয়ে বাঁচানো সম্ভব হতে পারে। আমাদের জীবনে নানা দুর্ঘটনায় একজনের শরীর হতে অন্যজনের শরীরে রক্ত সঞ্চালনের প্রয়োজন দেখা দিতে পারে। যেমন দুর্ঘটনায় আহতের অত্যাধিক রক্তক্ষরণ, সন্তান জন্ম দানকালে, মেয়েলি রোগ লিউকোমিয়া, ক্যান্সার, অপারেশনের সময় প্রচুর রক্তের প্রয়োজন হয়। রক্তের গ্রুপ জানা থাকলে একজন মানুষ অনায়াসে রক্তদান করতে পারে।
একজন সুস্থ সবল পূর্ণবয়স্ক মানুষ প্রতি চার মাস পর পর রক্ত দিতে পারেন। এতে শরীরের কোন ক্ষতি হয় না। আবার রক্ত পরীক্ষা বা গ্রুপ না জেনে রক্ত গ্রহণ করা যাবে না। কোনো সংক্রামক রোগীর রক্ত গ্রহণ করা যাবে না। যেমন এইডস, সিফিলিস, যক্ষ্মা, হেপাটাইটিস বি ইত্যাদি। তবে মনে রাখবেন কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া রক্ত দেওয়া বা নেওয়া কোনোটাই করা যাবে না। উক্ত প্রজেক্টের অধীনে স্কুল ছাত্র-ছাত্রীসহ এলাকার প্রায় ১৫০ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *