মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।

আজ মন্ত্রণালয়ে জাপানের মান্যবর রাষ্ট্রদূত ইতো নাওকি সাক্ষাৎ করতে আসেন।

রাস্ট্রদূত সাক্ষাতকালে মাননীয় মন্ত্রী কে বলেন বাংলাদেশের সকল সিটি কর্পোরেশনের আওতাভূক্ত হাসপাতাল থেকে উৎপন্ন মেডিক্যাল বর্জ্য পোড়ানোর জন্য ইনসিনারেটর প্ল্যান্ট স্থাপনে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে উন্নয়ন সহযোগী জাইকা।
এছাড়া, চট্টগ্রাম ওয়াসায় পিপিপি মডেলে নতুন একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনে বিনিয়োগেরও আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত।
মাননীয় মন্ত্রী রাষ্ট্রদূতের এই প্রস্তাবে সাড়া দিয়ে উত্তরে বলেন আমরা,
মন্ত্রণালয়ে চিঠি দিয়ে আপনাদের আগ্রহের ব্যাপারে প্রস্তাব দিয়ে তা যাচাই-বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া
হবে বলে রাষ্ট্রদূতকে জানানো হয়।

মন্ত্রী আরো বলেন বাংলাদেশের অবকাঠামোসহ বিভিন্ন খাতে শহর ও পল্লী এলাকায় জাপানের উন্নয়ন সংস্থা – জাইকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে এই আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী ।

জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। দীর্ঘ পথপরিক্রমায় এই সম্পর্ক আজ অত্যন্ত সুদৃঢ়।

ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *