এম শাহজাহান মিয়া, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান করা হয়েছে। ১৬জুন বৃহস্পতিবার-সকাল সাড়ে ১১টায় ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৃজন সাংমার সঞ্চালনায় ও বিদ্যালের প্রধান শিক্ষক জনাব ফজলুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিউদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্ব আবুল হাসেম গজারীকূড়া ভারুয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো; নজির হোসেন, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো; আশরাফুল ইসলাম পলাশ, ম্যানেজিং কমিটির সভাপতি মো;কিতাব আলী,
সহকারী শিক্ষক
মো; লুৎফর রহমান, সহকারী শিক্ষিকা মোছা; সেলিনা পারভীন এতে শিক্ষার্থীদের ভবিষ্যত শিক্ষা জীবনের মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন, মোঃ রাজু আহমেদ মো; ফয়সাল আহমেদ মো; সুজাউদ্দীন মো; তাহেরুল ইসলাম প্রমুখ। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিবাবক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ২০২২ সালের শিক্ষার্থীদের দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো; হাফিজুর রহমান ধর্মীয় শিক্ষক ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের মাঝে মুল্যবান উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *