আমির হোসেন, জেলা প্রতিনিধি::
তাহিরপুরে ঠিকানাহীন ৪০ পরিবার পেল মাথা গুজার নিজেস্ব ঠিকানা।
মুজিববর্ষে প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্পের “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য তৃতীয় পর্যায়ে ২য় ধাপে উত্তর বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় শাহিদাবাদ এলাকায় নির্মীত আরও ৪০টি ঘরসহ জায়গার দলিলাদি পেল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভূমিহীন গৃহহীন মানুষ।
আজ (২১ জুলাই বৃহস্পতিবার) সকাল ১১টা উপজেলা প্রশাসন আয়োজনে হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রায়হান কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা পিআইও কাজী মাসুদুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাহিরপুর আবুল হোসেন খান,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা ইন্জিনিয়ার মোহাম্মদ ইকবাল কবীর,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রফিকুল ইসলাম,বাদঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন,বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইন,উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,পল্লী সঞ্চায়ন ব্যাংক ম্যানাজার মনোলাল রায়সহ গন্য মান্য ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *