এম শাহজাহান মিয়া শেরপুর প্রতিনিধিঃ
সিলেটের সুনামগঞ্জ বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরনের জন্য যাচ্ছেন শেরপুরের নালিতাবাড়ী নাকুগাও স্থলবন্দর এর লোড আনলোড মালিক শ্রমিক ইউনিয়ন। ২৪ জুন শুক্রবার সন্ধ্যায় ২হাজার ৫০টি বন্যার্ত পরিবারের জন্য ত্রান নিয়ে সিলেটের সুনামগঞ্জ যাচ্ছেন। উপজেলার নাকুগাও লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আলম মিয়া বলেন সিলেট ও সুনামগঞ্জ বন্যার্তদের জন্য ২হাজার ৫০টি পরিবারের জন্য আমাদের সাধ্যমত মালিক ও শ্রমিক’দের কাছ থেকে প্রায় ১লাখ ৭৫হাজার টাকা ও আমাদের লোড আনলোড শ্রমিক ইউনিয়ন সমিতি থেকে ২ লাখ টাকায় মুড়ি ১২শ কেজি, চিড়া ১২শ কেজি, পানি ৩হাজার ৫০০ পিছ, গুড় ৪শ ৪৫ কেজি, স্যালাইন ৪ হাজার ১শ পিছ ও ২হাজার ৫০পিছ এনার্জি প্লাস। আমাদের সব মিলিয়ে প্রায় ৩লাখ ৭৫হাজার টাকা খরচ হয়েছে। নাকুগাও লোড আনলোড শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়া বলেন সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে মানবিক সেবা ও সাহায্যের প্রস্তুতি নিতে পেরে নিজেদেরকে গর্ভবোদ করতেছি। আর আমরা যে ত্রান নিয়ে যাচ্ছি তার মধ্যে আমাদের লোড আনলোড এর মালিক ও সাধারণ জনগণ (শ্রমিক) অনেক সাহায্য করেছে , প্রায় ১লাখ ৭৫হাজার টাকা দিয়েছে তারা। এবং প্রয়োজনীয় প্রস্তুতির সকল খরচ আমাদের লোড আনলোড শ্রমিক ইউনিয়নের তহবিল থেকে খরচ বহন করা হবে। ত্রাণ বিতরণের জন্য যারা যাবেন তারা হলেন মালিক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক দুলাল মিয়া, সহ-সাধারন সম্পাদক মোঃ মোখছেদ মিয়া, কার্যকরী সভাপতি খলিলুর রহমান,
সাংগঠনিক সম্পাদক শামিম মিয়া,
কোষাধ্যক্ষ হযরত আলী,
প্রচার সম্পাদক রেজাউল করিম,
দপ্তর সম্পাদক, আনোয়ার মুন্সি,
ক্রিড়া সম্পাদক ফালাম মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *