#নওগাঁ_জেলা
#সদর_উপজেলা

১৪ সেপ্টেম্বর,২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন নওগাঁ জেলার সদর উপজেলায় পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

তদারকিকালে পিরোজপুরে অবস্থিত ভাই বোন চানাচুর কারখানা, সত্ত্বাধিকারী মোসা: সম্পাকে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি,সংরক্ষণ ,প্যাকেটে মূল্য মেয়াদ না দেয়া এবং খোলা লবণ ব্যবহারের অপরাধে ৭,০০০/- টাকা এবং একই এলাকায় অবস্থিত নওগাঁ বেকারী ,সত্ত্বাধিকারী আব্দুল ওয়াহেদ কে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী সামগ্রী তৈরি তৈরির অপরাধে ৩,০০০/- টাকা সহ সর্বমোট ১০,০০০/- টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করেন। এছাড়াও উক্ত দুই প্রতিষ্ঠানকে পরিবেশ উন্নত করার জন্য ৭ দিনের সময় দেয়া হয়।

অভিযানে নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিম সহযোগীতা করেন।

জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *