সাইফুল ইসলাম( কুষ্টিয়া)।।
কুষ্টিয়া ব্যাটালিয়ন( ৪৭ বিজিবি) কতৃক দুঃস্থ জনসাধারণের মাঝে ঔষধ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল ১০.০০ ঘটিকায় মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুঃস্থ জনসাধারণের মাঝে ঔষধ বিতরন অনুষ্ঠান শুরু হয়। এতে প্রায় ৪৫০ জন দুঃস্থ জনসাধারণের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন। উক্ত “মেডিক্যাল ক্যাম্পেইন” এ উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়ন(৪৭বিজিবি) অধিনায়ক ইঞ্জিনিয়ার লেঃ কর্নেল গোলাম মোর্শেদ পি এস সি, মেডিকেল অফিসার মেজর উম্মে হানি, সহকারী পরিচালক (এডি) মোঃ জিয়াউর রহমান এবং মেডিক্যাল ক্যাম্পেইনের সার্বিক পরিচালনায় ছিলেন মহিষকুন্ডি কোঃ কমান্ডার সুবেঃ সবুর শিকদার। বিজিবির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক প্রতি মাসে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে এ ধরেন মেডিকেল ক্যাম্পেইন করে দুঃস্থ জনসাধারণকে সেবা দিয়ে যাবেন বলে জানান।তিনি আরও জানান সিলেটের বন্যা দূর্গদের মাঝে বিজিবি এর পক্ষ থেকে একাধিক টীন সেবা দিয়ে যাচ্ছে। বিজিবি অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে যা অতিতেও ছিল ভবিষ্যতে অব্যাহত থাকবে ।এছাড়াও সীমান্ত সুরক্ষায় আপদকালীন সময়ে বিজিবিকে তথ্য দিয়ে ও পাশে থেকে সহযোগিতা করার জন্য উপস্থিত জনগনকে আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *