মাহবুব আলম রানা নওগাঁ,
সারাদেশে তিন দিনের ব্যাবধানে চালের দাম বেড়েছে কেজিতে ৩-৪ টাকা৷ বোরো মৌসুমে এই বৃদ্ধিতে জনগণ চিন্তিত |
যদিও খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন চালের বাজার কোন ভাবেই বৃদ্ধি হতে দেয়া হবেনা ৷
চালের মোকাম খ্যাত নওগাঁর বিভিন্ন এলাকায় সরেজমিন দেখা গেছে কিছু অসাধু ব্যক্তি বোরো ধান কিনে মজুত করে রেখেছেন ৷ গত ২৮-০৫-২২ ইং তারিখে হাঁসাই গাড়ী নওগাঁ সদর নওগাঁয় ইট ভাটার মালিক মোঃ কালাম এর বাসভবনে গিয়ে দেখা যায় বিপুল পরিমান মজুতকৃত বোরো ধান | এলাকাবাসী জানান ঐ মজুতকারী প্রতি মৌসুম এ এই কাজ করেন ৷ তারা বলেন এই সব কারনেই চালের দাম বৃদ্ধি পাচ্ছে ৷
তারা এইসব ধান মজুতকারী অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান সরকারের নিকট ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *