মোঃ সৈকত হোসেন
পত্নীতলা উপজেলা প্রতিনীধি

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উৎযাপন উপলক্ষে বৃক্ষরপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মেরর দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে আজ নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩মাসের (জুন, জুলাই,আগষ্ট) মধ্যে পত্নীতলা উপজেলায় ৪৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৫০০ টি বৃক্ষ রোপন করা হবে।
বৃক্ষরোপন কর্মসুচিতে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, পত্নীতলা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়, উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, ইয়ূথ এন্ডিং হাঙ্গার রাজশাহী অঞ্চল যুগ্ম কো-অডিনেটর তসিবা পারভিন নিশি, নওগাঁ জেলা কো-অডিনেটর শাহরিয়া শাকিল, পত্নীতলা উপজেলা ইউনিট কো-অডিনেটর মোহাম্মাদ কাইয়ুম, ১১৭২ তাম ব্যাচের Sap “Green and clean” টিম লিডার রাকিব হোসেন,ইউনিয়ন সমন্বয়কারী মাসুদ রানা প্রমূখ।
পৃথিবীকে বাঁচাতে হলে পরিবেশকে বাঁচানো আবশ্যক। আসুন সচেতন হই, নিজেদের আবাসভূমিকে বাঁচাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *