নওগাঁ প্রতিনিধি |
নওগাঁর ধামইরহাটের ইসবপুরে অনুমোদনহীন বালুর ট্রাকটর জমির ফসল নষ্ট করায় চলাচলে বাঁধা দেওয়ায় দুজনকে গুরুতর জখম করে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন হামলাকারীরা | স্থানীয় ইসবপুর এলাকাবাসীর সূত্রে জানা যায়, গতকাল ১৫- o ৮.২০২২ রাত্রি আনুমানিক ১০.০০ ঘটিকার সময় রাতের আঁধারে ফিরোজ নামীয় ব্যক্তির বাগানের নাগফজলী, বারী ৪, থাই পেয়ারার – রোপনকৃত প্রায় ১৫০ পিচ চারা কেটে ও উপরে ফেলা হয়েছে। অদ্য সকাল ৮.০০ ঘটিকার সময় বাগান মালিক ফিরোজ ও তার বন্ধু সোহাগ বাগানে গিয়ে দেখেন তাদের প্রায় ৪০০০০/ টাকার গাছ বিনষ্ট হয়ে আছে ৷ তখন ফিরোজ ও সোহাগ ঘটনার হোতাদের নাম জানতে পারেন এলাকার লোক মারফত ৷ তার ফিরোজ ও সোহাগ অদ্য সকাল ৯.০০ ঘটিকার সময় বিদ্যুৎ, চঞ্চল, সৌমেন, সুশীলকে বলেন কেন আমাদের এই ক্ষতি করলে ভাই ৷ একথা বলাতেই তারা মাতাল অবস্থায় অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে ৷ এক পর্যায়ে সোহাগ -পিতা : জামিল হোসেন কে টানাহেচড়া করিয়া হত্যার উদ্দেশ্যে এলো পাতাড়ি ভাবে কিল ঘুষি লাঠিপেটা করতে থাকে। তখন ফিরোজ তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারধর করে অচেতন অবস্থায় ফেলিয়া রেখে পালিয়ে যায়। তারপর তারাই আবার ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন বলে ফিরোজ জানান ফিরোজ ও সোহাগ বলেন ঘটনার সুত্রপাত হয়েছিল বালু উত্তোলনকে কেন্দ্র করেই ৷ ফিরোজ বলেন আমার প্রায় এক বিঘা জমির ধামইরহাট থানার ওসি বক্তব্য বলেন জমিজমা নিয়ে বিরোধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *