মাহবুব আলম রানা,
নওগাঁর পত্নীতলা উপজেলার ত্রিমোহনী হাটে ৭দিনব্যাপি চলছে মেলা উৎসব | সরেজমিন গিয়ে দেখা যায় উক্ত মেলায় প্রচুর জনসমাগম ৷ বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোক সমাগম বেশি ৷ মেলায় বাহারী রকমমের পণ্যের পসরা সাজিয়েছে দোকানিরা ৷ এখানে তালপাতার তৈরি নকশী পাখা গ্রামীন মেলাকে আকর্ষনীয় করে তুলেছে ৷ এছাড়াও হাতে তৈরি বিভিন্ন রকমারী ফার্ণিচার দশ- নার্থীদের আকৃষ্ট করছে ৷ উঠেছে বিভিন্ন প্রকার মিষ্টান্ন সামগ্রী৷ কাঠের চরকীতে শিশু কিশোররা চড়ে আনন্দ উভভোগ করছে ৷ হিন্দু সম্প্রাদায়ের বিভিন্ন পূজার উপকরনের বিক্রিও বেশ ৷ মেলায় আগত দর্শনার্থীদের সঙ্গে আলাপ করে জানা যায় এই মেলায় মোটামুটি কম মূল্যে তারা পণ্য ক্রয় করতে পারছেন ৷
মেলা ও পূজা কমিটির সভাপতি শ্রী রনজিৎ কুমার জানান এই দশহারা গঙ্গাস্নান মেলা প্রায় চার পুরুষ ধরে চলছে ৷ গ্রামবাসী উৎসাহ নিয়ে মেলায় আসছেন ৷ তিনি জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে মেলার স্থানটি সংস্কারের আবেদন জানান৷
মেলা চলবে ১৯ শে জুন ২০২২ইং পূর্যন্ত ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *