এডভোকেট রেজাউল করিম, সিনিয়র আইনজীবী চট্টগ্রাম জর্জকোর্ট

১৪৪৪ হিজরী নববর্ষ
আসসালামু আলায়কুম
সকল মুমিন মুসলমান, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম,
প্রতি বছরের ন্যায় এই বছরে ও ঘুরে এলো মাহে মহররম তথা নতুন আরবী বছর হিজরি ১৪৪৪ ।
কিন্তু বিগত হিজরি ১৪৪৩ এ আমরা নিজেকে কতটুকু আল্লাহ পাক এর দরবারে সোপর্দ করতে পেরেছি,
কতটুকু কোরআন ও হাদিসে পাকের আলোকে অতিবাহিত করেছি।
আসুন নিম্নের আলোচনায় নিজেকে প্রশ্ন করি,

(১) বিগত বছরে অর্থাৎ ১৪৪৩ হিজরি সনে কয় ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করেছি?

(২) বিগত বছরে অর্থাৎ ১৪৪৩ হিজরি সনে কয় খতম কোরআন তেলওয়াত করেছি?

(৩) বিগত বছরে অর্থাৎ ১৪৪৩ হিজরি সনে কয় ওয়াক্ত তাহাজ্জুত আদায় করেছি?

(৪) বিগত বছরে অর্থাৎ ১৪৪৩ হিছরি সনে পবিত্র রমজান মাসে রোযা পালন করেছি?

(৫) বিগত বছরে অর্থাৎ ১৪৪৩ হিজরি সনে সঞ্চিত অর্থের ২.৫ পারসেন্ট যাকাত প্রদান করেছি?

(৬) আমি কি আমার বালেগ সন্তানদের নামাজের তাগিদ দিয়েছি?

(৭) আমি কি আমার সাবালিকা কন্যা কে পর্দা করে ঘরের বাইরে যেতে বলেছি?

(৮) আমি কি আমার স্ত্রী কে পর্দার ব্যপারে সজাক ও সচেতন করেছি?

(৯) একবার ভাবুন তো,,,,,,,,,,,,
আমার স্ত্রী কি একটি বার আলমিরাতে রক্ষিত সবচেয়ে সুন্দর কাপড়টি পরে আমাকে সৌন্দর্য দেখিয়েছে
নাকি
ঐ সুন্দর কাপড়টি পরে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ছবি আর সেলফি তোলায় ব্যস্ত ছিল?
অথচ আমি দেখে ও না দেখার ভান করেছি শুধু মাত্র সংসার রক্ষার জন্য,
কিন্তু
কিন্তু একবার ও কি কবরের ভয়ে স্ত্রী কে এহেন কাজের জন্য বারন করেছি?

(১০) আমি কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নির্দেশিত মতে খাবারের সময় এক লোকমা খাবার স্ত্রী র মুখে দিয়ে রাসুলে পাকের সুন্নত আদায় করেছি?
কিংবা
গৃহে প্রবেশের সময় স্ত্রী কে সালাম দেওয়ার মাধ্যমে রাসুলে পাকের সুন্নত আদায় করেছি?

(১১) বিগত বছরে অর্থাৎ ১৪৪৩ হিজরি সনে কোন গরিব অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দাঁড়াতে পেরেছি ?

(১২) আমি কি কোন কন্যা দায়গ্রস্ত পিতাকে বিবাহের জন্য সহযোগিতা করতে পেরেছি?

(১৩) আমি কি কোন গৃহহীন মানুষ কে গৃহ নির্মাণ করতে সাহায্য করতে পেরেছি?

(১৪) আমি কি কোন ক্ষুধার্ত মানুষ কে খাওয়ানোর ব্যবস্থা করতে পেরেছি?

(১৫) আমি কি আমার পরিবারের স্ত্রী লোকদের পর্দার ব্যবস্থা করতে পেরেছি?
নাকি
বেগানা আত্নীয় স্বজনদের অবাধে গৃহে আসা যাওয়ার সুযোগ করে দিয়েছি?

(১৬) আমি আমার বৃদ্ধ মা-বাবা কে বিগত বছরে কিভাবে সেবা করেছি ,
আমি কি তাদের খোঁজ খবর নিয়েছি, ভরন পোষণ দিয়েছি?

(১৭) আমি কি কবরের বাসিন্দা আমার মা-বাবা সহ পূর্ব পুরুষদের জন্য বিগত বছরে কোন দোয়ার ব্যবস্থা করতে পেরেছি?

(১৮) আমি কি কখনো বিয়ে বাড়ির বেহায়াপনা আর যৌতুক নামক এবং বরযাত্রী আপ্যায়ন এর নামে কলংকিত শব্দের ব্যপারে কোনো স্টেটমেন্ট পদক্ষেপ কিংবা অনুরোধ করতে পেরেছি?

(১৯) আমি কি বিগত বছরে কোন দরিদ্র আত্নীয় স্বজনদের খোঁজ খবর নিতে পেরেছি?

(২০) আমি কি কখনো স্বামী স্ত্রী র হক সম্পর্কে পরিবারে আলোচনা করেছি?
বছরের পর বছর নিজের মুল্যবান হায়াত কাটিয়ে দিলাম
অথচ
উপরের এই সব কথা গুলো কখন ও ভেবে দেখার সময় হয় নাই।
অথচ নিজেকে মুসলমান, ঈমানদার, আশেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাবি কর
কিন্তু
উপরের কাজ গুলো ফরজ এবং সুন্নত, যা পালন ব্যতিরেকে নিজেকে ঈমানদার, মুমিন, আশেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলমান ভাবা অকল্পনীয়।

যাক পুরানো অতীত
ধুয়ে মুছে যাক সব গ্লানি
নিজেকে সাজাবো উপরের সব কটি কলাম বাস্তবায়নে
আগামীর ১৪৪৪ হিজরিতে,
হব একজন খাটি মুসলমান, ঈমানদার, আশেকে রাসুল
” ইনশাআল্লাহ ”

আমার এই লিখায় যদি কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন আশা করি, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন।
দোয়া কামনায় ঃ
এডভোকেট এস, এম, রেজাউল করিম (বাবর)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *