নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ নিরাপদ মা‌ছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলা‌দেশ” এ প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে সিরাজগ‌ঞ্জের তাড়াশ, সংবাদ সম্মেলন।

 

জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২২ উপলক্ষে  ২৩- ২৯ – জুলাই, সংবাদ সম্মেলন, স্থান উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, তাড়াশ সিরাজগঞ্জ।বাস্তবায়নে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা।

 

নিরাপদ মা‌ছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলা‌দেশ” এ প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে সিরাজগ‌ঞ্জের তাড়াশ জাতীয় মৎস‌্য সপ্তাহ উপল‌ক্ষে সংবাদিক স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শনিবার (২৩জুলাই) সকা‌লে উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তার কার্যাল‌য়ে মৎস‌্য কর্মকর্তা মশগুল আজা‌দের সভাপ‌তি‌ত্বে ওই সংবাদিক স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, তাড়াশ প্রেসক্লা‌বের সভাপ‌তি সনাতন দাস, সাধারণ সম্পাদক সা‌হেদ খাঁন জয়, পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফ আহমেদ, সাধারণ সম্পাদক সাব্বির মির্জা, রিপোর্টার ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারিক,  সিনিয়র সাংবা‌দিক র‌ফিকুল ইসলাম,  আশরাফুল ইসলাম, রেজাইল ক‌রিম ঝন্টুসহ তাড়া‌শে কর্মরত সাংবা‌দিকবৃন্দ। 

সংবাদ স‌ম্মেল‌নে মৎস‌্য কর্মকর্তা মশগুল আজাদ ব‌লেন, মা‌ছের বংশ বৃ‌দ্ধির ল‌ক্ষে রেনু পোনা ধ্বংস করা যা‌বে না। মাছ শিকা‌রের ব‌্যবহৃত কা‌রেন্ট জাল, চায়না দুয়ারী রিং জা‌লের ব‌্যবহার বন্ধ কর‌তে হ‌বে।

সর্বপ‌রি মা‌ছের অভায়াশ্রম গু‌লো সংরক্ষণ কর‌তে হ‌বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *