মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।

আজ স্থানিয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়।

সভায় বক্তব্য রাখছেন মন্ত্রী তাজুল ইসলাম।

ডেল্টা প্ল্যান_২১০০ বাস্তবায়নের অংশ হিসেবে নেদারল্যান্ডস সরকারের সাথে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মধ্যে লেটার অফ ইনটেন্ট (এলওআই) স্বাক্ষরিত হয়।

নেদারল্যান্ড সরকারের পক্ষে সে দেশের রাষ্ট্রদূত Mr. Anne Van Leeuwen এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোঃ সবুর হোসেন এলওআই-তে স্বাক্ষর করেন।

উক্ত লেটার অব ইনটেন্টের মাধ্যমে ডাস সরকার জলবায়ুর প্রভাব মোকাবেলায় প্রাথমিকভাবে চট্টগ্রামের রাউজান এবং যশোরের কেশবপুর পৌরসভায় পাইলটিং কার্যক্রম পরিচালনা করবে।

পাইলট প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তীতে শতাধিক পৌরসভায় জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় কাজ করা হবে।

এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব মেজবাহ্ উদ্দিন চৌধুরী, এলজিইডি ও ডিপিএইচই’র প্রধান প্রকৌশলী, ঢাকা ওয়াসার এমডি এবং ডাস এম্বাসীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *