ও বাজারজাতকরণ লক্ষ্যে রংপুরের পীরগাছায় নির্বাচিত ১৫০জন পাটচাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় বুধবার (৮জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগের ধান, গম ও পাট বীজ উৎপাদন প্রকল্পের উপপরিচালক ও মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম, জেলা পাট অধিদপ্তরের সহকারি পরিচালক কৃষিবিদ সোলায়মান আলী, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুজ্জামান ও উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা পরিতোষ রায় প্রমুখ। শেষে চাষিদের পাটের ব্যবহার উদ্বুদ্ধ করে একটি করে পাটের ব্যাগ তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *