এম মনিরুজ্জামান, পাবনা:
পাবনার শ্রেষ্ঠ সার্কেল এএসপি নির্বাচিত হয়েছেন, (সুজানগর – আমিনপুর) থানার সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম। হত্যা মামলার রহস্য উদঘাটন,ডাকাতি মামলার মালামাল উদ্ধার, অস্ত্র ও মাদকদ্রব্য মামলায় বিশেষ ভূমিকা রাখায় তাকে শ্রেষ্ঠ সহকারী পুলিশ সুপারের ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে পুরুস্কৃত করা হয়েছে।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ২০২২ ইং সালের জুন মাসের অপরাধ পর্যালোচনায় তাকে শ্রেষ্ঠ সার্কেল এএসপির পুরুস্কার তুলে দেন, পাবনার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম)।
মঙ্গলবার (১৯ জুলাই ২০২২ ইং) পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) কল্লোল কুমার দত্ত, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আরজুমা আকতার, সজীব শাহরীন, রবিউল ইসলাম। এছাড়াও পাবনা জেলার সকল থানার অফিসার ইনচার্জ গন, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, পাবনা, ডিআইও-২ জেলা বিশেষ শাখা, পাবনা , কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই পাবনা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
সভায় জুন মাসে সকল থানার ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিস্পত্তি সংক্রান্তে নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার । এছাড়া উপস্থিত সকলকে জনগণের পাশে দাঁড়িয়ে তাদেরকে ন্যায়বিচার প্রদানে আরো সক্রিয়ভাবে কাজ করার জন্য আহবান জানান তিনি। সভার শুরুতে গত মাসের বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরুপ ১৪ জন পুলিশ সদস্যকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *