সাইফুল আলম দুলাল কেন্দুয়া প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে মঙ্গলবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গভর্মেন্ট ইউনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অসীম কুমার উকিল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম, উপজেলা আ ‘লীগ ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি এড আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভুইঁয়া সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, মসজিদের ইমাম সহ গণমাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে যে ১০টি বিষয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় সে গুলো হল, ঘরে ঘরে বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, আমার বাড়ি আমার খামার, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা।

প্রশিক্ষণ বিষয়ে অংশগ্রহণকারী গণ এসব বিষয়ে অগ্রগতি প্রতিবন্ধকতা করনীয় বিষয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *