শাল্লা,(সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা ও শাল্লা উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের যৌথ উদ্যোগে প্রভাকর মিলনবাজারে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

২৬ আগস্ট(শুক্রবার) সকাল ৮ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্থানীয় নেতাকর্মীরা।শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

বেলা ১ টায় প্রভাকর মিলনবাজারের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত শোক সভায় বীর মুক্তিযোদ্ধা অবনী মোহন দাস(সুবোধ সন্ন্যাসী) এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধার সন্তান লিটন চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড:অবনী মোহন দাস,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু জগদীশ সামন্ত,আরও বক্তব্য রাখেন চরনারচর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রতাপ চন্দ্র দাস,বীর মুক্তিযোদ্ধা ডা:রাধাকান্ত দাস,বীর মুক্তিযোদ্ধা বিধান কৃষ্ণ দাস,বীর মুক্তিযোদ্ধার সন্তান কবির আহমেদ, জগন্নাথ মজুমদার(মাস্টার),গাজী তালুকদার সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতাকর্মীরা।

বক্তারা বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উনার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার বিচার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *