ইয়াছিন আরাফাত : স্টাফ রিপোর্টার
যশোর সদরের বসুন্দিয়ায়, প্রেসক্লাব বসুন্দিয়ার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায়,বসুন্দিয়ার সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, প্রেসক্লাব বসুন্দিয়ার দপ্তর সম্পাদক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় এবং সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রেসক্লাব বসুন্দিয়ার প্রধান উপদেষ্টা ও দৈনিক সমাজের কথা`র স্টাফ রিপোর্টার লাবুয়াল হক রিপন। এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে রোগী দেখেন ও ফ্রি ঔষধ বিতরণ করেন,গাইনী বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা: নিকুঞ্জ বিহারী গোলদার, যশোর মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডা: আরিফুল ইসলাম ,মূখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ,বন্ধন হসপিটাল যশোর। সকাল সাড়ে দশটা থেকে শুরু হওয়া এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক এজিএম,এম এ করিম, জঙ্গল বদল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শহীদুল ইসলাম মিন্টু, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ কামরুজ্জামান, জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, সাদুল্যাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারুল আলম, জঙ্গলবাধাল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম,১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবু কৃপানন্দ ঘোষ, প্রেসক্লাব বসুন্দিয়ার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ মোঃ আঃ রশিদ, প্রচার সম্পাদক অমল কৃষ্ণ পালিত, সদস্য হুমায়ুন কবির ও মুরাদ হোসেন প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *