মোঃইলিয়াস শাহ

জামালপুরের বকশীগঞ্জে ৩১শে মে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন বকসিগঞ্জ উপজেলা প্রশাসন। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “তামাক মুক্ত পরিবেশ সু-স্বাস্থ্য বাংলাদেশ” এই শ্লোগান সামনে রেখে দিবসটি পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বকসিগঞ্জ পৌর এলাকায় প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়, র‌্যালি শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন, জনাব লূৎফুন নাহার উপজেলা নির্বাহী অফিসার বকসিগঞ্জ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রউফ তালুকদার উপজেলা চেয়ারম্যান, জনাব ডা.মোহাম্মদ আজিজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ উপজেলা বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ। বক্তারা আলোচনার মধ্যে দিয়ে ধূমপান ও তামাকজাত পণ্যের নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন প্রয়োগ প্রসঙ্গে ও জন সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ক্ষতিকারক দিক তুলে ধরেন,যা মানুষের শরীরের প্রত্যেক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিকর বর্তমান সরকার দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত দেশকে তামাকমুক্ত ঘোষণা করার কথা থাকলেও সরকারের লক্ষ্যে পৌঁছতে হলে এখন থেকেই সচেতনতা বৃদ্ধি এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তবে সুস্থ সমাজ ও সুস্থ দেশ গড়তে হলে ধুমপান ও তামাকজাত পণ্যের উৎপাদন এবং সরবরাহ বন্ধের কোন বিকল্প নেই। অনুষ্ঠানের এক পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা সভা শেষ হয়।

মোঃইলিয়াস শাহ, দৈনিক সোনালী সময়।
বকসিগঞ্জ উপজেলা প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *