• চাঞ্চল্যকর রবিন হত্যা মামলায় তদন্তেপ্রাপ্ত ০১(এক) জন আসামী গ্রেফতার।

বাদীনি মোছাঃ রুপালী বেগম (৩৮) বগুড়া সদর থানায় আসিয়া এজাহার দায়ের করেন যে, এজাহারনামীয় আসামীগনসহ আরো অজ্ঞাত ৫/৬ মিলে তার ছেলে মোঃ রবিন ইসলাম (২২) পূর্ব শত্রতার জের ধরে গত ০৯/০৬/২০২২ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় ঘনিয়াতলা হাইস্কুলের বিদায় অনুষ্ঠান দেখার কথা বলিয়া বাড়ী হইতে ডাকিয়া নিয়ে যায়। অনুষ্ঠান শুরুর পূর্বে বগুড়া সদর থানাধীন ঘনিয়াতলা স্কুলের উত্তর পার্শ্বে কোনে সিগারেট খাওয়ার কথা বলিয়া নিয়া যায়। উক্ত স্থানে পূর্ব হইতে অবস্থান করা এজাহারনামীয় আসামীগণসহ অন্যান্য আসামীগন বাদীনির ছেলেকে ঘিরিয়া ধরে ধারালো ছুরি, দা, চাপাতি দিয়া এলোপাথারী কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে।

এ সংক্রান্তে বগুড়া সদর থানায় মামলা রুজু হইলে বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ, এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি চৌকস টিম ও সদর থানা পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ২০/০৬/২০২২ খ্রিঃ ভোর অনুমান ০৪.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন গ্রেফতারকৃত আসামীর নিজ বসত বাড়ী হইতে হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত তদন্তেপ্রাপ্ত নিম্নবর্ণিত আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম ও ঠিকানাঃ

১। মোঃ শাহাদত@ শাহাদুল(১৯), পিতাঃ মোঃ কাওছার আলী, মাতাঃ মোসাঃ নাসিমা বেগম, সাংঃ শওলা, থানাঃ শিবগঞ্জ
জেলাঃ বগুড়া।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত তদন্তেপ্রাপ্ত আসামী সেচ্ছায় ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করিয়াছে এবং উক্ত হত্যাকান্ডে নিজের সক্রিয় সম্পৃক্ততার কথা স্বীকার করিয়াছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *