বটিয়াঘাটা প্রতিনিধি ঃ

বটিয়াঘাটায় অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের মহাসংঘাধিপতি ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গাইঘাটা-৯৭ এর বিধায়ক শ্রী সুব্রত ঠাকুর বলেন, মতুয়া দর্শন রাষ্ট্র,সমাজ ও পরিবারের কল্যানে কাজ করায় বিশ্বে ব্যাপক প্রচার এবং প্রসার লাভ করেছে । হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মতুয়া দর্শন রাষ্ট্র এবং সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য ব্যাপক কাজ করে যাচ্ছেন । মতুয়া দর্শন সহজ তর হবার কারণে সমাজের অবহেলিত সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মানুষ মতুয়া দর্শনের দিকে ঝুঁকছে । বর্তমান মতুয়া দর্শন বাংলাদেশ,ভারত সহ বিভিন্ন দেশে মতুয়া দর্শন ছড়িয়ে পড়েছে । গতকাল শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় জলমা ইউনিয়নের স্থানীয় গুপ্তমারী শ্রী শ্রী গুরুচাঁদ স্মৃতি ট্রাস্টের আয়োজনে বটিয়াঘাটা শ্রী শ্রী হরি গুরুচাঁদ কেন্দ্রীয় মন্দিরে ঠাকুরের আগমন উপলক্ষ্যে ভক্তিপূর্ণ প্রণাম ও অভিনন্দন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলি বলেন । গরুচাঁদ স্মৃতি ট্রাস্টের উপজেলা সভাপতি অধ্যাপক পঞ্চানন মন্ডল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনুপম’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আলোকিত অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা প্রাক্তন সচিব ড.প্রশান্ত কুমার রায় । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, জেলা পরিষদের সাবেক সংরক্ষিত সদস্যা শোভা রাণী হালদার, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাজ কুমার রায়, মতুয়া মহাসঙ্ঘের নেতা রতন কুমার মিত্র,সমাজ সেবক প্রাণ গোপাল বৈরাগী,এ্যাডভোকেট সন্দীপ রায়, নারায়ন চন্দ্র রায়, তুলসীদাস মালাকার, রনজিত কুমার মল্লিক,ইউপি সদস্য অশোক কুমার মন্ডল, ধ্রুব বৈরাগী, গৌতম রায়, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক মোঃ ইমরান হোসেন, রিপন রায়,সবুজ মিস্ত্রী সহ শতশত মতুয়া ভক্ত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *