ইন্দ্রজিৎ টিকাদার

বটিয়াঘাটা প্রতিনিধিঃ

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক (এমপি) বলেছেন, দেশ আজ মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে ।মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই স্কুল- কলেজ,রাস্তা-ঘাট, বিদ্যুতের উন্নয়ন হয়।মানুষ দু’বেলা পেট ভরে ভাত পায়।তৎকালীন মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে মডেল হিসেবে প্রসংশিত হচ্ছে । দেশের সূর্য্যসন্তান মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মাণের পাশাপাশি দেশের ছিন্নমূল মানুষের জমিসহ বাড়ি তৈরি করে দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন । এছাড়া করোনা ভাইরাস মোকাবেলা পরবর্তী সময়ে জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ আজ খাদ্য সহ বিভিন্ন বিষয়ে সয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে ।তিনি গতকাল রবিবার বিকাল চারটায় বটিয়াঘাটা উপজেলায় নব- নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্ভোধন ও বীরমুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় কালে উপজেলা অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলি বলেন । জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার’র সভাপতিত্বে ও নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, বাগেরহাট -৪ আসনের সংসদ মোঃ আমিরুল ইসলাম, জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ ও জেলা আওয়ামীলীগের সভাপতি,জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী একান্ত মোঃ আনোয়ার হোসেন (উপসচিব), বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান,জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, প্রকল্প পরিচালক মোঃ আঃ হাকিম, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাহবুবুর রহমান,অতিঃ জেলা প্রশাসক( সার্বিক)মোঃ সাদিকুর রহমান খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ হাসান, দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, মোরেলগন্জ উপজেলার নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বিনয় কৃষ্ণ সরকার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, বীরমুক্তিযোদ্ধা যথাক্রমে নিরঞ্জন কুমার রায়, বীরমুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা গৌর চন্দ্র টিকাদার,বীরমুক্তিযোদ্ধা দয়াল বিশ্বাস, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অনুপ গোলদার, প্রচার সম্পাদক বি এম মাসুদ রানা,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন ইমু, ইউপি চেয়ারম্যান জিএম মিলন গোলদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,কৃষকলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, মানবাধিকার সংরক্ষণ কমিশনের সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান, ছাত্রলীগের সভাপতি আমিরুল মোমেনীন রানা, সাধারণ সম্পাদক শেখ রেজোয়ান ইমন সহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন দপ্তরের প্রমূখ ।প্রধান অতিথি এ সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাগেরহাটের মোরেলগঞ্জ, খুলনা সদর ও দাকোপ উপজেলায় নব- নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্ভোধন ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *