বটিয়াঘাটা প্রতিনিধি ঃ

বটিয়াঘাটা সাব রেজিস্ট্রি অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব রেজিস্ট্রার মোঃ মোহায়মেনুর রহমান ২০২২ জানুয়ারি থেকে জুন দায়িত্বে থাকা পর্যন্ত ৩ পার্সেন্ট ও ২ পার্সেন্ট থেকে জেলার সর্বশ্ব রাজস্ব আদায় করে রেকর্ড গড়েছেন । সবা রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায়, ৩ পার্সেন্ট থেকে জানুয়ারি মাসে ১৩ লক্ষ,
ফেব্রুয়ারি ১৫.৩৭ লক্ষ, মার্চ ১৯ এপ্রিল ৩৭.৩৬ লক্ষ, মে ২৯.৮২ লক্ষ টাকা এবং ২পার্সেন্ট থেকে জানুয়ারি মাসে ৮.৬৫ লক্ষ, ফেব্রুয়ারি ৮.৮১ লক্ষ, মার্চ ১২.৬৫ লক্ষ, এপ্রিল ২৫ লক্ষ,মে ১৯ লক্ষ টাকা রাজস্ব আদায় করে উক্ত রেকর্ড গড়তে স্বক্ষম হয়েছেন । এব্যাপারে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিষ্ট্রার মোঃ মোহায়মেনুর রহমান’র কাছে জানতে চাইলে,এ প্রতিবেদককে বলেন, আমি অতিরিক্ত দায়িত্ব পালন করা কালিন সময়ে নাগরিক সেবার মান উন্নয়নে পাশাপাশি সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে লক্ষ্যে রেখে কাজ করছি । তিনি আরো বলেন, অফিসের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পেরেছি । অপরদিকে জেলার সর্বস্ব রাজস্ব আদায়ের প্রতিষ্ঠান বটিয়াঘাটা সাব রেজিস্ট্রি অফিসে গতকাল রবিবার বেলা ১১ টায় স্থায়ীভাবে নতুন সাব রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম যোগদান করেন । তিনি চাপাই নবাবগঞ্জের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । ইতিপূর্বে তিনি দিনাজপুর জেলার ফুলবাড়ী সাব রেজিস্ট্রি অফিসে দায়িত্বে ছিলেন । এব্যাপারে সদ্য যোগদানকৃত সাব রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম’র কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নতুন যোগদান করেছি । নাগরিক সেবার মান উন্নয়ন নিশ্চিত করতে এবং সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সকলের সহযোগিতা কামনা করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *