রংপুরের বদরগন্জে ৯৯৯ এর সহায়তায় এক তরুণীকে উদ্ধার করেছে বদরগন্জ থানা পুলিশ!

ভুক্তভোগী তরুণী জানান, জাতীয় জরুরিসেবা ৯৯৯ কল দেয়ার পর উদ্ধারে দ্রুত বদরগন্জ থানাকে ঘটনাস্থলে একটি টিম পাঠানোর নির্দেশ দেয়। খবর পেয়ে বদরগন্জ থানার এস আই (তদন্ত) মো. রেজওয়ান নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে।

ভুক্তভোগী মেয়ের বাবা আবুু বক্কর সিদ্দিক বলেন,
দিলালপুর ডাঙাপাড়ার বিবাদী আজিত মিয়া, মাসুদ মিয়া, ছাদেকুল ইসলাম, মনারুল ইসলাম, মাহাফুজা বেগম, ফাতেমা বেগম,মোসলেমা বেগম,নুর ইসলাম, সাথী খাতুন মনোয়ারা বেগম, মিজানুর রহমান, সাং দিলালপুর পশ্চিম পাড়া!

তফসিল ভুক্ত জমি ও পৈত্রিক প্রাপ্ত এবং কবলা দলিল মূলে খরিদকৃত ও বাড়ি হিসেবে ব্যাবহার করা জমি ও পেশি শক্তির জোরে অপহরণ করেন!

বিবাদীের হুকুমে বাড়িঘর ভাংচুর চালায় এবং ভুক্তভোগীদের মারধর করেন!

এমন অবস্থায় ইউপি সদস্যকে জানালে তিনি কল দিয়ে ভুক্তভোগী উদ্ধার করেন ৯৯৯ এর সহায়তায় !

পরে তাদের চিকিৎসার জন্য বদরগঞ্জ হাসপাতালে ভর্তি করা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *