স্টাপ রিপোর্টার উজ্জ্বল হাসান

সুনামগঞ্জের হাসননগর, নতুনপাড়া,মধ্য


বাজার,সুরমা ইউনিয়নের অক্ষয় নগর, সুরমা ইউনিয়ন, রঙ্গারচর ইউনিয়ন,জাহাঙ্গীরনগর ইউনিয়ন, মোল্লাপাড়া ইউনিয়ন সহ বিসম্ভরপুর উপজেলার অন্তর্গত কারেন্টের বাজার, চানপুর,দশগাও,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কয়েকটা গ্রামের অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক জ্যোতির্ময় বনিক দিপ্ত পা ভাঙ্গা নিয়ে বন্যার ২য় দিন থেকে কর্মসূচি শুরু করে এখনও অব্দি অসহায় বন্যাকবলিত মানুষের পাশে ত্রান এবং ভালবাসা চলমান..
ভালবাসার উপহার ত্রানের ১ টি ব্যাগ এ যা যা ছিল…
চাল,ডাইল,আলু,পিয়াজ, তেল,মুড়ি,চিড়া,বিস্কুট, পানি,সেলাইন, পানি বিশুদ্ধ করণ টেবলেট সহ রান্না করা খাবার….
বন্যাকবলিত মানুষদের উদ্দেশ্য তিনি বলেছেন এখনও পর্যন্ত যদি কেউ ত্রান না পেয়ে থাকেন তাহলে আমি আপনাদের কাছে আমার মোবাইল নাম্বার দিয়ে গেলাম.. আমাকে আপনারা যেকোন সময় আমাকে জানাবেন.. প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ ।
বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক জ্যোতির্ময় বনিক দিপ্ত । ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাকে মনে রাখবে সুনামগঞ্জের বন্যাকবলিত অসহায় দরিদ্র মানুষেরা…

#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *