উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটি।

ধান কাটার শ্রমিক সংকট ও তীব্র গরমে পাকা ধান কাটা নিয়ে দিশেহারা প্রান্তিক কৃষক। এমন অবস্থায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া বেশ কয়েকটি কৃষক পরিবারের জমির পাকা ধান কেটে দিয়ে কৃষকের পাশে দাঁড়ালেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন কৃষক লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। ১০ মে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আদোমং মারমা উদ্যোগে ইউনিয়ন কৃষক লীগ ও নবগঠিত ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ জমির ধান কাটায় অংশগ্রহণ করেন। কৃষক আচেমা মারমা( থুইসাং) বলেন, আমি জমিন চাষ করতে অনেক কষ্ট করেছি পানির সংকট ছিলো একা চাষ করেছি এখন ধান কাটার সময় শ্রমিক পাওয়া যাচ্ছেনা একেকজন শ্রমিক ৮ শ থেকে ১ হাজার টাকা করে চাচ্ছে যা আমার জন্য অসাধ্য। আমার কঠিন মুহুর্তের কথা বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমাকে জানালে এবং সে আজ তার নেতাকর্মীদের নিয়ে এসে আমার জমির ধান কেটে দিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমার আজ আনন্দের দিন।বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বলেন, মাননীয় প্রধানন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেতা দীপংকর তালুকদার এমপির দিক নির্দেশনায় দেশের যেকোন জায়গায় প্রান্তিক কৃষকের পাশে দাঁড়ানোর জন্য সর্বদা প্রস্তুত বাংলাদেশ কৃষক লীগের কর্মীরা। তারই ধারাবাহিতায় আজ বাঙ্গালহালিয়া ইউনিয়নের প্রান্তিক কৃষক আচেমা মারমা( থুইসাং)মারমার জমিসহ বেশী জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিলাম আজ, শুধু আজ নয় বাঙ্গালহালিয়া ইউনিয়নে যদি আরো কৃষকের প্রয়োজনে আমরা সর্বদা প্রস্তুত আছি। এসময় উপস্থিত ছিলেন রাহুল বড়ুয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম তালুকদার, রাজু চৌধুরী,সুমন বড়ুয়া, এমদাদ হোসেন, অজয় দে,রানা চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *