এ এস খোকন, ভুরুঙ্গামারী কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কয়লা বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক অটো রিকসা চালক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম জামাল হোসেন (৩৫)।

তিনি উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিন ভরতেরছড়া গ্রামের ঘুন্টিঘর এলাকার নুরুল ইসলামের পুত্র। সোমবার (৩০ জানুয়ারী) বিকাল ৫টায় ভুরুঙ্গামারী টু সোনাহাট স্থলবন্দর সড়কের সোনাহাট কলেজ মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ভুরুঙ্গামারী থেকে অটোরিকসা নিয়ে বাড়িতে ফিরছিল জামাল হোসেন। সোনাহাট কলেজ মোড় এলাকায় পৌঁছালে সোনাহাট স্থলবন্দর থেকে কয়লা বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট ২৪১৩১০) অটোরিকসাটিকে চাপা দিয়ে ২০০ গজ দুরে টেনে নিয়ে যায়। এতে অটো চালক জামালের হাতসহ শরীরের একাংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।

ভুরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজাহার আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *