চাঁপাইনবাবগঞ্জ জুড়ে অতিরিক্ত মূল্য কৃষকের কাছে সার বিক্রয় ও অবৈধ মজুদ করার জন্য নিয়মিত তদারকি ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন । এরই ধারাবাহিকতায় রোববার (১৮ সেপ্টেম্বর)সকালে সদরের গোবরাতলা দেলবাড়ি এলাকায় নুরুল ইসলামের দোকানে অভিযান চালিয়ে ২ হাজার ৫০০টাকা ও দানিউল হক এন্ড ব্রাদাসে অভিযান পরিচালনা‌ করে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এনডিসি মোঃ তৌফিক আজিজ ।

ভ্রাম্যমান আদালতের সূত্রে জানাযায়,সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রয় করার অপরাধে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন, ২০০৯ এর ৪০ ধারায় মোঃ নুরুল ইসলাম কে ২ হাজার ৫০০টাকা ও দানিউল অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আজিজ৷ এসময় সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সলেহ আকরাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *