মোঃ মন্জুর হোসেন ঈসাঃ
অগ্রগামী মিডিয়া ভিশন ও শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের যৌথ উদ্যোগে গত শনিবার বিকেল ৪.৩০ মিনিটে হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন মল্লিকা সেমিনার হলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে মানবাধিকারে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য লায়ন আল-আমিনকে শেরে বাংলা পদক দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধী দলীয় চীফ হুইপ সাবেক মন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তারিক, অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, মনোহরদি সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, চিকিৎসা প্রযুক্তিবিদ এস এম সেলিম রেজা, ড. সামিনা আরিফ সহ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন অগ্রগামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক এম গোলাম ফারুক মজনু, শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের মহাসচিব আর কে রিপন। বক্তারা আন্তর্জাতিক পরিবেশ দিবসে দেশবাসীকে পরিবেশবান্ধব থাকার আহ্বান জানিয়ে বলেন, নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। যেখানে, সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলি। এবারের পরিবেশ দিবসের অঙ্গীকার হোক, আমি গাছ লাগাবো অন্যকে গাছ লাগাতে উৎসাহিত করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *