মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।

আজ ঢাকায় নব নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস স্থানিয় মন্ত্রণালয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে আসেন।

সাক্ষাতকালে মার্কিন রাষ্ট্রদূত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি ও সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন।

এছাড়া কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট স্বাস্থ্যগত ও আর্থ-সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্চ প্রশংসা করেন তিনি।

রাষ্ট্রদূত আরো জানান, বর্তমান সরকারের মেয়াদকালে দেশে একদিকে যেমন অভ্যন্তরীণ স্থিতিশীলতা এসেছে তেমনি মানুষের জীবন যাত্রার মানও বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) বাংলাদেশের নগর স্বাস্থ্য উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
এব্যাপারে কাজ করতে উভয় দেশের মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরের উদ্যোগ নেয়ার কথা জানান রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুপ্রতিম দেশ।
অর্থনৈতিক, সামাজিক ও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘ দিনের।
দ্বিপাক্ষিক ও অভ্যন্তরীণ সমসাময়িক সমস্যা সমাধানে উভয় দেশ এক সাথে কাজ করবে বলে অঙ্গীকার করেন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
রাষ্ট্রদূত ও মাননীয় মন্ত্রী মধ্যে ফুল ও বঙ্গবন্ধু ছবি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

মাননীয় মন্ত্রীকে রাষ্ট্রদূত ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাননীয় মন্ত্রী রাষ্ট্রদূতকে বঙ্গবন্ধুর একটি ছবি উপহার দেন রাষ্ট্রদূত পিটার ডি হাস ও মাননীয় মন্ত্রী দুই দেশের বন্ধুত্ব সম্পর্ক ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।

সেই সাথে রাষ্ট্রদূত পিটার ডি হাস আরো বলেন আমি আশা করবো অদূর ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় হবে।

ও নতুন উচ্চতায় নেয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *