তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভায় ২০২২-২৩ অর্থবছরে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩ হাজার ৮১ পরিবারের মাঝে ভিজিএফএর ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। জানা গেছে, ৬ জুলাই বুধবার পৌর মেয়র সাইদুর রহমান আনুষ্ঠানিকভাবে দুইদিন ব্যাপী ভিজিএফ চাল বিতরণ কর্মসুচি উদ্বোধন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন ভিজিএফ চাল বিতরণে ওজনে কম এবং তালিকা প্রণোয়নে স্বজনপ্রীতি লক্ষ্য করা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উপকারভোগী বলেন, ১০ কেজির পরিবর্তে ৯ কেজি করে চাল দেয়া হয়েছে। এছাড়াও পৌর নির্বাচনে যারা নৌকার ভোট করেছে তাদের বঞ্চিত করে নৌকাবিরোধীদের প্রাধান্য দিয়ে তালিকা প্রণয়ন ও সরকারের দেয়া সুবিধা নিয়ে ব্যক্তিগত প্রচারণা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এবিষয়ে জানতে চাইলে মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ঈদ উপলক্ষে এসব চাউল মাননীয় প্রধানমন্ত্রী সমাজের দরিদ্রদের জন্য উপহার দিয়েছেন, ওজনে চাল কম দেয়ার তো প্রশ্নই উঠেনা। তিনি বলেন, একটি কুচক্র মহল সব সময় তার বিরুদ্ধে প্রোপাগান্ডা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *