মোঃ আব্দুল আলিম, স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা:

মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গতকাল ৩০/০৫/২০২৩ইং তারিখ বিকাল ০৩:১৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে সিপিসি-মেহেরপুর, ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল মেহেরপুর জেলার গাংনী থানাধীন ০৩নং কাজীপুর ইউপি’র হাড়াভাঙ্গা মাদ্রাসা টু কালিতলা কল্যানপুরগামী ইটের সলিং রাস্তার হাড়াভাঙ্গা (বাগানপাড়া) সাকিনস্থ মোঃ আশরাফুল পিতাঃ আব্দুল এর বাড়ি হতে অনুমান ৭০ মিটার উত্তর দিকে কলা বাগানের মধ্যে অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১) মোঃ আবু সাইদ সুইট(৩০), পিতা-মোঃ হামিদুল ইসলাম, ২) মোঃ হামিদুল ইসলাম (৫৫), পিতাঃ মৃত নুর আহমেদ, ৩) সুজন(৩০), পিতা-কালু, ৪) ভুট্টো(২৮), পিতাঃ রুহুল, সর্বসাং-হাড়াভাঙ্গা (সেন্টারপাড়া), ৫) মিলন(২৫), পিতাঃ সাধু, সাং-সহড়াতলা (বর্ডারপাড়া), সর্ব থানা-গাংনী, জেলা-মেহেরপুরগণসহ আরও অজ্ঞাতনামা ০৪/০৫ জন মাদক ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টাকালে অতর্কিতভাবে আসামী মোঃ আবু সাইদ৥সুইট’কে ধৃত করার প্রাক্কালে উক্ত আসামী তার বাম হাত থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল থাকার একটি বস্তা ফেলে দিয়ে তার ডান হাতে থাকা ধারালো হাসুয়া অস্ত্র দ্বারা এসআই(নিঃ)/উত্তম কুমার রায়’কে লক্ষ্য করে উপর্যুপরি মাথা ও ঘাড়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। তাৎক্ষণিক এসআই(নিঃ)/উত্তম কুমার রায় তার নামে ইস্যুকৃত পিস্তল দ্বারা পরপর ০৩ রাউন্ড গুলি এবং তার সঙ্গীয় কনস্টেবল/কৃষ্ণ চন্দ্র’র নামে ইস্যুকৃত পিস্তল দ্বারা নিজেদের আত্মরক্ষা ও সরকারি অস্ত্র গুলি রক্ষার জন্য পরপর ০৭ রাউন্ড গুলি করলে আসামীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং আসামী মোঃ আবু সাইদ৥সুইট হাতে পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়লে তাকে আটক করা হয়। আটকের পর জখমী এসআই(নিঃ)/উত্তম কুমার রায়’কে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং গুলিবিদ্ধ আসামী মোঃ আবু সাইদ ৥সুইট’কে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। আসামীদের দখলে থাকা ৬৮ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল এবং ০১টি রক্তমাখা হাসুয়া, যার দ্বারা ধৃত আসামী এসআই(নিঃ)/উত্তম কুমার রায়’কে কুপাইয়া গুরুতর রক্তাক্ত জখম করেছে, তা উদ্ধার করে ক্যাম্পের উদ্দেশ্যে নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃত আসামীঃ মোঃ আবু সাইদ৥সুইট (৩০), পিতা-মোঃ হামিদুল ইসলাম, সাং-হাড়াভাঙ্গা, থানা-গাংনী, জেলা-মেহেরপুর।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীসহ অন্যান্য পলাতক এবং অজ্ঞাতনামা মাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বর্ডারের মাধ্যমে বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয়-বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে।


ধৃত আসামী ১) মোঃ আবু সাইদ৥সুইট(৩০), পিতা-মোঃ হামিদুল ইসলাম, পলাতক আসামী ২) মোঃ হামিদুল ইসলাম(৫৫), পিতা-মৃত নুর আহমেদ, ৩) সুজন(৩০), পিতা-কালু, ৪) ভুট্টো(২৮), পিতা-রুহুল, সর্ব সাং-হাড়াভাঙ্গা (সেন্টারপাড়া), এবং ৫) মিলন(২৫), পিতা-সাধু, সাং-সহড়াতলা(বর্ডারপাড়া), সর্ব থানা-গাংনী, জেলা-মেহেরপুরসহ অজ্ঞাতনামা ০৪/০৫ জন আসামীদের বিরুদ্ধে মেহেরপুর জেলার গাংনী থানায় ০২টি মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *