মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।

নতুন সময়সূচি অনুযায়ী অফিসের প্রথম দিনে মন্ত্রণালয়ে সকাল ৮ টা ১০ মিনিটে সময়সূচিতে পরিবর্তনের ফলে সেবার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কি-না এই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন মন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানানো হয়, সময় পরিবর্তনের কারণে সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
যে সমস্ত সেবা দেওয়া প্রয়োজন তা এই নতুন সময়সূচির মধ্যেই দেওয়া সম্ভব।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সবাই স্ব স্ব অবস্থান থেকে কাজ করলে বৈশ্বিক কারণে যে সংকট দেখা দিয়েছে তা মোকাবেলা করা সম্ভব হবে। এছাড়া, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্যশস্য এবং জ্বালানির উপর যে চাপ সৃষ্টি হয়েছে সকলের অংশগ্রহণে তাও কাটিয়ে ওঠা সম্ভব।

কৃষিসহ অন্যান্য উৎপাদন খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে গুরুত্ব দিতে হবে।এবিষয়ে এখন থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিলে সর্বাঙ্গীন সুফল পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *