মোহাম্মদ রবিউল হোসেন রবি রাউজান চট্টগ্রাম

‘প্লাস্টিক দূষণ সমাধানে, শামিল হই সকলে’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌরসভার ব‍্যবস্থাপনায় ব‍্যবসায়ীদের মাঝে পরিবেশ বান্ধব বিশেষ ঝুড়ি ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ৫ জুন সোমবার বিকেল ৫টায় ফকিরহাটস্থ সিটি সেন্টার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সংগঠক আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজাদ হোসেন,রাউজান ফকিরহাট কাচামাল ও মৎস‍্য ব‍্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ এরশাদ। এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন ফকিরহাট কাচামাল ও মৎস‍্য ব‍্যবসায়ী সমিতির সহ সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ হাসেম, মোহাম্মদ রফিক, মোহাম্মদ ছোটন, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ বেদার,বাদশা মিয়া, মোহাম্মদ কামাল, রিপন সহ সমিতির অন‍্যন‍্যা কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এসময় প্রায় ২শ ব‍্যবসায়ীর মাঝে পরিবেশ বান্ধব এই বিশেষ ঝুড়ি ও গাছের চারা বিতরণ করা হয়। একটি গবেষণায় উঠে এসেছে পরিবেশ দূষণের একটি মারাত্মক কারণ প্লাস্টিক, কিন্তু রাউজান পৌরসভা তার ব‍্যতিক্রমীভাবে এই প্লাস্টিককে প্রক্রিয়া জাত করে প্লাস্টিক দানা থেকে বিভিন্ন পন‍্য উৎপাদন করছেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি পৌরসভা লাভবান হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *