এম,দিদারুল আলম (রাউজান)

 

গাউসিয়া কমিটি বাংলাদেশ সর্তারকূল মহিলা শাখার ব্যবস্হাপনায় মাসিক পবিত্র গেয়ারভী শরীফ ও বানিয়ে জামেয়া,আওলাদে রাসূল, হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহঃ)’র সালানা ওরস মোবারক উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার (০১ জুন) রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নস্থ সর্তার পূর্বকূল মাওলানা আবদুল হক সাহেবের বাড়ীতে মরহুম মাওলানা কামাল উদ্দিন রেজবির বাসভবনে অনুষ্ঠিত মহিলা মাহফিলে সভাপতিত্বে করেন অত্র মহিলা সংগঠনের সভাপতি জাহানারা বেগম। এতে উদ্ভোধনী বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদিকা রুজি আকতার, গাউসিয়া কমিটি বাংলাদেশ সর্তারকূল মহিলা শাখার এমন ব্যাতিক্রম অনুষ্ঠানে দাওয়াত পেয়ে হলদিয়া ইউনিয়নের গর্জনীয়া, কারিগরবাড়ী, হিলভিউ সোসাইটি (ধইল্যা টিলা), এয়াছিন নগর ফকিরপাড়া, সর্তারপূর্ব ও পশ্চিমকূল, দরগাহ বাজার ও চাঁদকাজি বাড়িসহ দূরদূরান্ত থেকে অসংখ্য ঈমানি পীরবোনেরা পর্দাসহকারে ওরস শরীফে অংশগ্রহণ করেন। এসময় দুর-দুরান্ত থেকে আগত মহিলাদের যাতায়াতের সার্বিক নিরাপত্তার খেদমতে নিয়োজিত ছিল স্থানীয় গাউছিয়া কমিটির সদস্য বৃন্দ। পরে তাবাররুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়। উল্লেখ্য যে ১৯৮৮ ইং থেকে হলদিয়া ইউনিয়নে আমিরহাটের উত্তর পাশে সর্তারপূর্বকূল মাওলানা আবদুল হক সাহেবের বাড়ীতে “হালিশহর তৈয়বিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ” মরহুম মাওলানা কামাল উদ্দিন রেজবির বাসভবনে প্রতি আরবি মাসের ১১ তারিখ পবিত্র এই গেয়ারভী শরীফ ধারাবাহিক অনুষ্ঠিত হয়ে আসছে। গত ২০২২ সালের ১৫ জানুয়ারিতে অত্র এলাকায় সর্বপ্রথম গাউসিয়া বাংলাদেশ সর্তারকূল মহিলা শাখা গঠিত হয়। মহিলা শাখা গঠনের পর থেকে এই পর্যন্ত মাঠপর্যায়ে মোট ৩ টি “মহিলা দাওয়াতে খায়র ” মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি গাউসিয়া কমিটি বাংলাদেশ সর্তারকূল মহিলা শাখার গঠিত মহিলা মানবিক টিম এই পর্যন্ত মোট ১১ জন মৃত মা-বোনের গোসল ও কাফন সহায়তা দিয়ে আসছেন। পাশাপাশি ঘরভিত্তিক মোট ৯ বার খতমে গাউসিয়া শরীফ ও দাওয়াতে খায়র পালন করেছেন। তাছাড়া গত বছর হুজুর কেবলা রাউজান সফরের সময় রাউজানের সালামত উল্লাহ স্কুল মাঠে মা – বোনদের মহিলা সেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করে গাউসিয়া কমিটি বাংলাদেশ সর্তারকূল মহিলা শাখা অনন্য ভূমিকা পালন করেছেন। বিশেষ করে জামেয়া ও আনজুমানের জন্য যাকাত-ফিতরা কালেকশনেও অতুলনীয় খেদমত আনজাম দিয়েছে অত্র মহিলা শাখা। আধ্যাত্মিক তরিকত ভিত্তিক এই সংগঠন সমাজ সংস্করণে মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের নিকট আন্তরিক দোয়া প্রার্থনা করেন অত্র মহিলা সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *