জুয়েল আহমেদ :
রাজশাহীতে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধ’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস। জেলা প্রশাসক আবদুল জলিল এতে সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসের পরিচালক মোহা. ফরহাদ হোসেন স্বাগত বক্তব্য রাখেন।সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নকে তরান্বিত করতে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে।আবহমান কাল থেকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তাঁরা বলেন, উন্নয়নের স্বার্থে যে কোনো অপপ্রচারকে প্রতিহত করতে হবে। অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের একতাবদ্ধ থাকতে হবে। যে কোনো ধরনের গুজব, মিথ্যাচার, অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।তথ্য প্রযুক্তির যুগে প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে সাম্প্রদায়িকতা, গুজব ও অপপ্রচার রুখতে আরও বেশি সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালনে বক্তারা সবার প্রতি আহ্বান জানান। সভায় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *