রাজশাহীতে ১৯৯ বোতল ফেন্সিডিল সহ আটক ১ জন

রাজশাহী আর এম পির মতিহার থানা এলাকায় ১৯৯ বতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে এ সময় হাসিবুল নামের এক চিহ্নিত মাদক কারবারি কে আটক করা হয় এলাকা বাসী জানায় সে একজন নিয়মিত মাদক ব্যবসাই,। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে খোজাপুরে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে হাসিবুল ইসলাম অরফে পিয়ারুল কে হাতেনাতে এস আই পলাশ আটক করে।
অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলী তুহীন, মতিহার থানা, আরএমপি, রাজশাহীর সার্বিক দিক নির্দেশনায় এসআই/মোঃ পলাশ আলী, এসআই/মোঃ আমানত উল্লাহ, এএসআই/মোঃ শাওন আলী, কং/১১৪১ মোঃ শাহিনুর রহমান, কং/৩৬৮ ফজলে রব, কং/২৪৩ মোঃ বকুল হোসেন সহ মতিহার থানা এলাকায় বিশেষ অভিযান ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালীন সময় ২১ আগষ্ট, ২০২২; রাত্রী ২৩.৩০ ঘটিকার সময় মতিহার থানাধীন খোঁজাপুর মধ্যপাড়া গ্রামস্থ পাকা সরু গলি পথের উপর হইতে মোঃ হাবিবুল বাসার @ পিয়ারুল @ পিয়া (৩৫), পিতা- মৃত আক্কাস @ আক্কাস কাটানী, সাং-খোঁজাপুর মধ্যপাড়া, থানা- মতিহার, মহানগর রাজশাহীকে ১৯৯ (একশত নিরানব্বই) বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *