রিপোর্ট,
এস এম রুলন উদ্দিন স্বাধীন।
কুমারখালী,কুষ্টিয়া।

অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা………



অত্যান্ত সুমধুর কন্ঠ ও সাবলীল ভাষায় যেকোনো মূহুর্তে জনসাধারনকে মুগ্ধ করতে পারেন তিনি। শুদ্ধ সুরে গান গাওয়ার,
দক্ষতায় ও রয়েছে বেশ।

জনপ্রিয় সংগীত শিল্পী আকাশ মাহমুদের দিক নিদের্শনায় ` গানে গানে উদীয়মান একজন সংগীত ব্যক্তিত্বে হিসেবে প্রতিষ্ঠিত করেছে নিজেকে l

গানের পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের সামজিক, সাংস্কৃতিক, কাজ করেন ।

২২/১১/২০২১ সালে , পদ্মসেতু খ্যাত আকাশ মাহমুদের হাত ধরে সংগীত অঙ্গনে প্রবেশ করেন l সংগীত শিল্পী হিসেবে মো রুহুল আমীন শাওনের প্রথম গান ( প্রেমের হাওয়া ) l
প্রথম আলোচনায় আসেন’
তার পর- প্রথম দেখায় প্রেম শিরোনামের গানটির জন্য ,
মো: রুহল আমীন শাওন
রাজশাহীর জেলাতে ১৯৯৫ সালে ২৮ ডিসেম্বরে চারঘাট থানাধীন , বামন দিঘি গ্রামে
জন্মগ্রহণ করেন।

আধুনিক শ্রোতাপ্রিয় গানের প্রতি বেশ দুর্বলতার হয়ে পড়েন মো রুহুল আমীন শাওন ।
সপ্ন দেখেন আধুনিক যুগ উপযোগী গান দিয়ে কিছু একটা করবেন।

মো রুহুল আমিন শাওন হয়ে পড়েন অাধুনিক বাংলা গানের ফেরিওয়ালা। তার সপ্ন ও প্রতিভায় মুগ্ধ হয়ে তার সংগীত জীবনে সাহায্যর হাত বাড়ি দেন, রাজশাহীর’র সাংস্কৃতিক প্রিয় ব্যক্তিগণ।

মো রুহুল আমিন শাওন তার সংগীত জীবনের গুরু মানেন, জনপ্রিয় সাংগীত শিল্পী আকাশ মাহমুদ কে,

অতি সাধারণ পরিবারে ছেলেটার গানের সুরে মুগ্ধ আজ রাজশাহী বাসী সহ সারা বাংলা।

বাংলাদেশের
সাংস্কৃতিক জগতে নিজের চিন্তা ধারা দিয়ে,আধুনিক যুগ উপযোগী গানের মাধ্যমে , নতুন কিছু করে প্রকাশিত হতে চান মো রুহুল আমিন শাওন।

অনেক অনেক শুভকামনা রইলো এই উদীয়মান গায়কের জন্য ।
তৈরি হও
এগিয়ে যাও স্বপ্নযাত্রার লক্ষ্য,,,
শুভ হোক আগামী দিন পথচলা,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *