জুয়েল আহমেদ :
গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্যোগে রাজশাহীতে ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে প্রশিক্ষণ কোর্সের সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি।রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণহত্যা জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুন, গণহত্যা জাদুঘরের ট্রাস্টি ড. মাহবুবর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সব্বির সাত্তার।শিক্ষামন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে আনতে ও নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এই প্রশিক্ষণ ভূমিকা রাখবে। গবেষক তৈরি করার মাধ্যমে মুক্তিযুদ্ধ ও গণহত্যার ইতিহাস জনমানুষের মুখ থেকে তুলে নিয়ে আসা হচ্ছে।গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্যোগে নিয়মিত দেশের বিভিন্ন জেলাতে পোস্ট-গ্র্যাজুয়েট ট্রেনিং কোর্স পরিচালিত হয়। পদ্ধতিমাফিক গবেষণার মাধ্যমে গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে সারাদেশ থেকে তুলে আনা ও ছড়িয়ে দেওয়া এই প্রশিক্ষণ কোর্সের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। প্রশিক্ষিত গবেষকরা সারাদেশ থেকে মুক্তিযুদ্ধের নানা অজানা ভাষ্য ও ইতিহাসকে তুলে আনেন।পরে শিক্ষামন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। রাজশাহী শিক্ষা বোর্ড এই প্রতিযোগিতার আয়োজন করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *