মোঃ ইকরামুল হক রাজিব স্পেশাল ক্রাইম রিপোর্টার

আজ ০৬/০৬/২০২৩ ইং তারিখ সময় অনুমান ২.৩০ মিনিটের সময় রামপাল থানাধীন কৈগরদাসকাটি চরে মাছ ধরাকে কেন্দ্র করে একটি কিশোর ছেলে ফয়সাল শেখ, পিতা-আক্তার শেখকে চোর সন্দেহে রাজনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডর মেম্বার ওলিয়ার রহমান (আত্মসমর্পনকৃত বনদস্যু) ও তার লোকজন আটক করে হাতুড়ী দিয়ে মারপিট করে এবং কিশোরকে দুই ঘন্টা মৎস্য ঘেরে আটক রাখে। পরবর্তীতে আটক কিশোর এর পরিবার ও স্থানীয়রা তাহাকে ছাড়াইয়া আনিতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি সহ উত্তেজনাকর পরিবেশ তৈরী হয়। আটক কিশোর এর পরিবার ও স্থানীয়রা কিশোরকে ছাড়াইয়া নিলে মেম্বর অলিয়ারকে এলাকাবাসী ঘেরাও করিলে সে ৯৯৯ এ ফোন দেয়। ৯৯৯ এর ফোন পেয়ে এএসআই(নিঃ)/মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পাই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরবর্তীতে রাজনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডর মেম্বার ওলিয়ার রহমান (আত্মসমর্পনকৃত বনদস্যু) এর নেতৃত্বে তার সমার্থিত লোকজন এসে কৈগরদাসকাটির লোকজনের উপর আক্রমন করিয়া ১। আক্তার শেখ (৫০), পিতা- মৃত আবু বক্কর শেখ, ২। মোঃ নাসির দায় (৬০), ৩। মোঃ কাশেম শেখ(২৫), পিতা- নোমান শেখ, ৪। ফয়সাল শেখ(২২), পিতা- মোঃ আক্তার শেখ, ৫। হাসান শেখ(৩২),পিতা- মৃত আকবার শেখ, ৬। মোঃ মহিদ শেখ(২৫), পিতা- মোঃ মহাসিন শেখ, ৭। আফিরুন বেগম (৩০),স্বামী- মোঃ মিরাজুল শেখ, ৮। পারুল বেগম(৪৫),স্বামী- মোঃ আক্তার শেখ, ৯। ময়না বেগম (৩৬), স্বামী- ইউনুস শেখ, সর্বসাং-কৈগরদাসকাটি, থানা-রামপাল জেলা-বাগেরহাটদের সহ ৮/১০জনকে মারপিট করিয়া গুরুতর আহত করেছে বলে স্থানীয়দের নিকট হইতে জানা যায়। কিশোর ফয়সাল শেখ ও তার পিতা/মাতা সহ আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠানো হইয়াছে। উক্ত ঘটনার বিষয়ে বাদী চম্পা খাতুন এর লিখিত অভিযোগ এর ভিত্তিতে ১। মোঃ অলী ইজারদার (৪২), পিতা-মোঃ নুরু ইজারদার, সাং-কালিকাপ্রসাদ, ২। মোঃ রোকর উদ্দিন শেখ (৪৫), (আত্মসমর্পনকৃত বনদস্যু), পিতা-হামিদ মাষ্টার শেখ, সাং-উত্তর বর্নি,(দুইটি অন্যান্য মামলার চার্জশীট ভ‚ক্ত আসামী) ৩। মোঃ হাফিজুর রহমান (৩২), পিতা-হাসেম আলী শেখ, সাং-চিত্রা (খামঘাটা), (সে একটি অপহরণ মামলাসহ অন্যান্য মামলার চার্জশীট ভ‚ক্ত আসামী), ৪। পারভেজ সোহেল বাবু (৩১), পিতা- মাহাজিব শেখ, সাং- কাষ্টবাড়ীয়া, (সে হত্যা মামলার চার্জশীট ভুক্ত আসামী) ৫। মিসকাত মোল্ল্যা (৩০), পিতা- হুমায়ুন মোল্ল্যা, সাং-প্রসাদনগর, ৬। মোঃ হোসেন ইজারদার (২৪), পিতা-মোঃ শাওকত ইজারদার, সাং-কালিকাপ্রসাদ, ৭। মোঃ রনি ইজারদার (২৮), পিতা-রুহুল আমিন ইজারদার, সাং-প্রসাদনগর, সর্ব থানা-রামপাল জেলা-বাগেরহাটদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ভিকটিম -অনুমান ১৫/২০ জন।
উদ্ধার: একটি মোটর সাইকেল, দুইটি লোহার হাতুড়ি
গ্রেফতার: ৭ জন
গৃহীত ব্যবস্থা: মামলা রুজু
মামলা/জিডি নং- ৯ তারিখ ৭/৬/২৪
রামপাল থানাধীন গৌরম্ভা ইউনিয়নের কৈগরদাসকাটি চর এলাকার আইন শৃংখলা স্বাভাবিক আছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *