জুয়েল আহমেদ :
রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে কার্পেটিং সড়ক, সিসি সড়ক ও ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রকল্পটির আওতায় ১৪নং ওয়ার্ডে উপশহরে চলমান সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ মঙ্গলবার দুপুরে উপশহরে শাকিলা ভিলা থেকে কাস্টমর্স অফিসার্স মেস পর্যন্ত সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনকালে কাজের মান ও অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন সিটি মেয়র মহোদয় ।

কাজের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী হলেন সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, উপ-সহকারী প্রকৌশলী শাবাব আহাম্মেদ ও ইস্তিয়াক আহমেদ। পরিদর্শনকালে উপ-সহকারী প্রকৌশলী ফররুখ আহমেদ শিশির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রাসিকের উপ-সহকারী প্রকৌশলী শাবাব আহাম্মেদ জানান, ১৪নং ওয়ার্ডে ২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১৪৪৫ মিটার কার্পেটিং সড়ক, ২ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ৪৫১৯ মিটার কনক্রিট সিমেন্টের সড়ক ও ৪ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ৫৪০৯ মিটার ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *