এ জেড সুজন মাহমুদ,
লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের আয়োজনে নবান্ন ও শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর ২০২২) বিকেলে উপজেলা পরিষদ ব্যাডমিন্টন মাঠে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।
উৎসবের আয়োজক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে ও পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃঢ়-মজবুত করতে শীতকালীন পিঠা উৎসবের উদ্যোগ নেওয়া হয়। এতে কুসলি, বকুল, নকশি, ভাপা, পাকুয়ান, রসপুলি, ত্রিভুজ, মরিচ, নারকেল, কামরাঙা, ডিমসুন্দরী, হৃদয়হরণ, খরগোশ, জামাই, বউ, পাখিসহ হরেক রকম বাহারি পিঠা উপস্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব হোসেন ঝুলফু, উপজেলা ভাইস চেয়াম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রমুখ।
পরবর্তীতে উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *