সিরাজগঞ্জের শাহজাদপুরের বেলতলী ইউনিয়নের চরবেলতৈল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল ইসলাম মাস্টার এর পুত্র আলামিন (৩৫) কোর্টের নির্দেশে ১৭ই সেপ্টেম্বর লাশ উত্তোলন করা হয়েছে কবর থেকে।

জানা যায়, গত ঈদুল আজহার কয়েকদিন পূর্বে গরু মোটাতাজাকরণ করে তার নিজ এলাকা থেকে আরো কয়েকজন গরু ব্যবসায়ীসহ একটি ট্রাক ভর্তি করে বেশকিছু গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

নিহত আলামিনের মা আবিদা খাতুন জানান, বাড়ি থেকে রওনা দেওয়ার পর যমুনা সেতু পৌঁছালে তারপরে ছেলের ফোন বন্ধ পাই, বারবার ছেলের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন বন্ধ থাকে।

রাতে ছেলের সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে একজন আমাকে জানান, ঢাকা যাওয়ার পথে টাঙ্গাইল অঞ্চলের একটি রেল গেটে আমার ছেলে ট্রেনের নিচে কাটা পড়ে ৩ খন্ডিত হয়েছে পরবর্তীতে বাড়িতে লাশ আসলে ছেলের অখণ্ডিত লাশ দেখতে পেলে আমার মনে হয় এটি হত্যাকাণ্ড হতে পারে। তবে ছেলের গায়ে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন দেখতে পাই। ওই সময়ে ছেলের লাশ দাফন কার্য সম্পন্ন করা হয়।

নিহত আলামিনের মা আবেদা খাতুন গত ৫ ই সেপ্টেম্বর ২০২২ই  শাহজাদপুর উপজেলা আমলি আদালতে তার ছেলে হত্যাকাণ্ড হতে পারে বলে মামলা দায়ের করেন।

নিহত আলামিনের মায়ের আইনজীবী হামিদুল হক জানান, নিহত আলামিনের মা আবেদা খাতুনের পক্ষে আমি একটি মামলা দায়ের করি এবং লাশ উত্তোলন করে ময়না তদন্তের ব্যবস্থা করার অনুরোধ জানাই।

ওইদিনই বিজ্ঞ আদালতের বিচারক মোঃ গোলাম রব্বানী শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়না তদন্ত করার ব্যবস্থা করে রিপোর্ট প্রদানের রায় প্রদান করেন।

১৭ ই সেপ্টেম্বর সকাল আনুমানিক দুপুর ০১ ঘটিকার সময় বেলতৈল ইউনিয়নের চরবেলতৈল কবরস্থানে নিহত আলামিনের লাশ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান এর উপস্থিতিতে ইন্সপেক্টর অপারেশন মোঃ আব্দুল মজিদ নিহত আলামিনের লাশ উত্তোলন করে ময়না তদন্তের ব্যবস্থা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান বলেন, বিজ্ঞ আদালতের রায় বলা হয়েছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে কবর থেকে লাশ উত্তোলনের ব্যবস্থা করতে হবে, উক্ত নির্দেশেটি পেয়ে আমার উপস্থিতিতে এলাস্টি উত্তোলন করা হচ্ছে।

উক্ত ঘটনার পর ওই এলাকায় চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *