বগুড়া জেলা সংবাদদাতা
বগুড়া শেরপুরের ভেজাল ডিওআরবি ব্যবসায়ী শামিম ড্রাইভারের বিরুদ্ধে দায়ের কৃত মামলার চার সাহ্মীর বাড়িতে গিয়ে প্রাণ নাশের ও মিথ্যা মামলায় ফাসানোর হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয় কারী তিন ব্যক্তি-থানায় সাধারণ ডাইরি করেছে ভুক্তভোগী গণমাধ্যমকর্মী চার সাহ্মীগণ।


উল্লেখ থাকে যে,গত ৩০ জানুয়ারি সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সংবাদকর্মীরা জানতে পারে যে,খানপুর ইউনিয়নের ভাটরা এলাকায় শামিম ড্রাইভারে ডিওআরবি গুদামে ডিওআরবির সাথে বালি মাটি ও পোড়া মাটির মত দেখতে কি যেনো মিশ্রণ করতেছে,এমন সংবাদের ভিত্তিতে সংবাদকর্মীরা তথ্য নিতে তার গুদামে যায়।এবং গুদামে ডিওআরবির মধ্যে ভেজাল মিশ্রণ কাজে কর্মরত শ্রমিকদের অনুমতি নিয়ে গুদামঘরে প্রবেশ করে এবং প্রবেশের পর সংবাদকর্মীরা দেখতে পায় যে ডিওআরবির সাথে বালু মাটি ও পোড়া মাটির মত দেখতে কি যেনো মিশ্রণ করতেছে।পরে সংবাদকর্মীদের হাতে থাকা মোবাইল ফোন ও ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করেন।ভিডিও ধারণ শেষে গুদামঘরের বাহিরে বের হওয়ামাত্রই ভেজাল ডিওআরবি ব্যবসায়ী শামিম ও তার গুন্ডা বাহিনী সংবাদকর্মীদের অখ্যাত ভাষায় গালিগালাজ ও কিলঘুষি মেরে হাতে থাকা মোবাইল ফোন ও ভিডিও ধারণকৃত ক্যামেরা ছিনতাই করে নেয় ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়,পরে সংবাদকর্মীরা দূত শেরপুর থানার হাজির হয়ে ভেজাল ডিওআরবি ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদকর্মী রাইহান পারভেজ বাদী হয়ে এজাহার দাখিল করলে শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই করে নেওয়া মোবাইল ফোন সহ ভেজাল ডিওআরবি ব্যবসায়ী শামিমকে অাটক করে।এবং মামলা রেকর্ড করে আসামিকে আদালতে প্রেরণ করে।আদালত থেকে ভেজাল ডিওআরবি ব্যবসায়ী শামিম জামিনে মুক্তি পেয়েছে।এরি প্রহ্মিতে ২/২/২০২৩ তারিখ বৃহস্পতিবার দায়েরকৃত মামলার সাহ্মীগণের বাড়িতে গিয়ে অজ্ঞাত পরিচয়কারী তিন ব্যক্তি প্রাণ নাশের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছে।
এই বিষয়ে, শেরপুর থানায় একটি সাধারণ ডাইরি করেছেন।

জানাযায়,এর আগেও এই ভেজাল ডিওআরবি ব্যবসায়ী শামিমের গুদামে বগুড়া জেলা ভোক্তা অধিকার অভিযান চালিয়ে ডিওআরবি মধ্যে মাটি ও বালি মিশ্রণ করার দায়ে ২ লাখ টাকা জরিমানা ও গুদাম সিল গালা করেছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *