আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করবে। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মির্জাপুরে অবস্থিত উদিতা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের শোকদিবস পালন করে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও কোমলমতি ছাত্রছাত্রী। স্কুলের কর্মসূচির শুরুতেই জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শোক র‍্যালি করা হয়। শোক র‍্যালির পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে মিলাদ ও দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয় । আলোচনায় স্কুলের সহকারী শিক্ষক হোসাইন মোঃ ফরহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক জুয়েল আহমেদ ও সকল শিক্ষক মন্ডলী। আলোনার এক পর্যায়ে সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী জাতির পিতার সম্মানে এক মিনিট নিরবতা পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *