আলিফ হোসেন,তানোরঃ
বাংলাদেশ জাতীয় সংসদ অধিবেশনে চলতি অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় শহীদ পরিবারের সন্তান, জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামান হেনার ভাগ্নে ও রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন। এদিকে গত ১৬ জুন বৃহস্প্রতিবার জাতীয় সংসদে দেয়া তার বক্তব্য সর্ব মহলের প্রশংসা পেয়েছেন। এদিন ওমর ফারুক চৌধুরী এমপি বক্তব্যর শুরুতেই বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা, জাতীয় চার নেতাসহ বৈশ্বিক করোনা মহামারীতে মৃতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং কি ভাবে বাজেট ঘোষণা করা হলে তৃণমুলের জনপ্রতিনিধিগণের অংশগ্রহণ মূলক বাজেট বিষয়ভিত্তিক আলোচনা ও এলাকার উন্নয়ন করতে পারবেন সেই বিষয়ে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন এমপি ফারুক চৌধুরী। তিনি বলেন,ফেব্রুয়ারী, মার্চ ও এপ্রিল মাসে এই বাজেট অধিবেশন হলে আমরা সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার তৃণমুলের জনপ্রিতিনিধি ও জনমানষের সঙ্গে কথা বলবো এবং তার ভিত্তিতে বাজেট ঘোষণার অনুরোধ জানাবো। তিনি দেশের সকল শিক্ষার্থীদের হাতে সব ধরনের সবজির বীজ তুলে দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, তাতে দেশে যে পরিমান সবজি উৎপাদন হয় তার থেকে প্রায় ৪০ গুন সবজি উৎপাদন বাড়বে।রাজশাহী অঞ্চলের রাজনীতির বিগবস্ খ্যাত ফারুক চৌধুরী এমপি আরো বলেন, সকল চাকুরিজীবিদের বেতন থেকে একভাগ টাকা কর্তন করে রাজস্ব আয় বাড়নো সম্ভব। যে সব সরকারি মিল-কলকারখানা বন্ধ আছে সেগুলো প্রয়োজনে একাওয়ারেরও মাধ্যমে সেই বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলারও অনুরোধ জানান এই অভিজ্ঞ সাংসদ। এমপি ফারুক চৌধুরী তার বক্তব্যে বাজেট প্রস্তুতকরণ প্রক্রিয়ায় তার ব্যক্তিগত কিছু পরামর্শ তুলে ধরে সরকারের রাজস্ব বৃদ্ধিকরণে আহবান জানান। তিনি সরকারের অদৃশ্যমান উন্নয়নের চিত্র তুলেধরে বরেন্দ্র ভূমি তানোর-গোদাগাড়ীকে নিয়ে তার স্বপ্নের কথা জানান। তিনি তানোর-গোদাগাড়ীসহ দেশের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জনগোষ্ঠীকে মূলস্রোতধারায় সম্পৃক্ত করণের লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিটিক্ষেত্রে তাদের কোটা পদ্ধতি রাখার আহবান জানান। আগামি ২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৮কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন কথাা উল্লেখ করে তিনি বলেন, মানবতার মা’ মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা আমাদের-সুখপাখি, এই সুখপাখিকে আমাদের ধরে রাখতে হবে। এদিকে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব আদেশ নির্দেশ যথাযথ মর্যাদার সঙ্গে পালন ও লালন করায় সাংসদ ওমর ফারুক চৌধুরীর ভূয়সী প্রশংসা করে তানোর-গোদাগাড়ীর আপামর জনসাধারণের পক্ষ থেকে সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা ও তাঁর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আব্দুর রশিদ, দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল বাসার সুজনপ্রমুখ।এদিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিগণ মাননীয় প্রধানমন্ত্রী ও
স্থানীয় সাংসদের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *