স্বরুপকাঠি প্রতিনিধি শেখর মজুমদার


সাপোর্ট মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি চিত্র নায়ক জায়েদ খানের মানব কল্যাণ সংগঠন ‘সাপোর্ট’-এর বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন নিজ জেলা পিরোজপুরে ও স্বরুপকাঠিতে,এরই মধ্যে নিজ জেলা পিরোজপুরের ও স্বরূপকাঠি কবিগুরু ড্রিগ্রী কলেজে মাঠে, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন চলচ্চিত্র নায়ক জায়েদ খান। সাপোর্ট-এর আয়োজনে বৃক্ষরোপণ করা হচ্ছে বলে জানা গেছে। পিরোজপুর পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করেন এই অভিনেতা। সাপোর্ট-এর প্রতিষ্ঠাতা সভাপতিও তিনি। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। গত রবিবার টাউন মাধ্যমিক বিদ্যালয় সোমবার সরকারি মহিলা কলেজে এবং রোববার টাউন মাধ্যমিক বিদ্যালয়ে আমরা গাছ লাগিয়েছি। এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন উপজেলায় সহস্রাধিক বনজ ও ফলজ গাছ লাগানো হবে।পুলিশ লাইন্স মাঠে বৃক্ষরোপণে অংশ নেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জা. মো. মাসুদুজ্জামান, সাপোর্টের সিনিয়র সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন সিকদার (সাগর) সহ-সভাপতি মোঃ জাকারিয়া খান ইকবাল সাধারণ সম্পাদক সৈয়দ আহসান অর্থসম্পাদক মোঃ আসাদুজ্জামান খান দপ্তর সম্পাদক মোঃ নুর উদ্দিন শেখ, কার্যনির্বাহী পরিষদের সদস্য জুবায়ের আল মামুন মোঃ মহিউদ্দিন মিয়া শাওন সহ অনন্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *